Spread the love

বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থার সাথে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এক নতুন দিশা দেখাছে ডলি ফ্যাশন। সামনেই শারদ উৎসব। এই উৎসবে আধুনিক পোশাকে নিজেকে সাজাতে তার দ্বিতীয় আউটলেট টির শুভ উদ্বোধন হল রবিবার দক্ষিণ ২৪পরগনার গড়িয়া বাজার এলাকায় কবি নজরুল মেট্রো স্টেশনের সন্নিকটে। আজ দুই বিধায়কের হাত ধরে ডলি ফ্যাশন এর দ্বিতীয় আউটলেট শুভ উদ্বোধন হল। সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগম ও দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের হাত দিয়ে এলাকার প্রান্তিক মানুষের মধ্যে নতুন বস্ত্র ও মহিলাদের ট্রেলারিং কীট উপহার তুলে দেওয়া হয়। উদ্বোধন উপলক্ষ্যে হাজির ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মফিদুল পুরকাইত।এখানে মিলবে কুর্তি, শাড়ী, লেহেঙ্গা, ওয়েস্টার্ন ফ্যাশনের আধুনিক পোশাকের অফুরন্ত ভান্ডার যা সকলের সাধ ও সাধ্যের মধ্যে।