নিজস্ব প্রতিনিধি,
জননেতা ও স্বাধীনতা সংগ্রামী অতুল্য ঘোষের ১২০ তম জন্মদিবস উপলক্ষে ২৮ থেকে ৩১ আগস্ট কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা। অতুল্য ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চারদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চারদিন ব্যাপী বিজ্ঞান কর্মশালায় ২৬টি বিদ্যালয়ের ১৬৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে থাকে । এই কর্মশালায় ছাত্র-ছাত্রীরা গণিত এবং পদার্থ বিজ্ঞানের বিষয়গুলো হাতেকলমে অভ্যাস করে। এই চারদিনের অনুষ্ঠানের বিভিন্ন সময় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ড. তপন মিশ্র, ড. দেবপ্রসন্ন সিংহ, শ্রী মনোজ রায়, ড. তুষার চক্রবর্ত্তী, ড. ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, ড. চিত্রা মণ্ডল প্রভৃতি বিশিষ্ট বিজ্ঞানীরা।বিজ্ঞান কর্মশালাটি সায়েন্স কমিউনিকেটরস ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়। মূলত ২৮ আগস্ট জাতীয় বিজ্ঞান দিবস ও জাতীয় গণিত দিবস উপলক্ষে এই অভিনব কর্মশালার আয়োজন। স্বল্প মূল্যের সহজলভ্য জিনিস ব্যবহার করে বিজ্ঞান ও গণিতের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পরিষ্কার করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।এই কর্মশালার শেষ দিনে লবণ হ্রদ বিদ্যাপীঠ, হিন্দু স্কুল, টাকী বয়েজ, সিস্টার নিবেদিতা, সংস্কৃত কলেজিয়েট প্রভৃতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।*ড.দেবপ্রসন্ন সিংহ, শ্রী গৌতম তালুকদার এর উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.