Spread the love

এক মানবিকতার গল্প বলবে পরিচালক আতিউল ইসলামের ছবি “ফতেমা”। অভিনয়ে রয়েছেন রাহুল অরুনোদয় ব্যানার্জি, মুন সরকার, লাবনী সরকার ও অন্যান্যরা। ছবিতে এক প্রশ্ন রেখেছেন পরিচালক আতিউল ইসলাম। ধর্ম নাকি মনুষ্যত্ব? এই দুই এর বিশেষ প্রশ্ন রেখেছেন পরিচালক। তবে বলাইবাহুল্য অভিনেতা রাহুল অরুনোদয় ব্যানার্জির কামব্যাক ছবি এই সিনেমা বলা যেতে পারে। অন্যবদ্য অভিনয়ে এই সামাজিক গল্প এই ছবি। এই মুসলমান মেয়ের বাবা মারা যাওয়ার পর ফতেমা আশ্রয় নেই পাড়ার রাম পুরোহিত এর বাড়িতে। এক পবিত্র দাদা বোনের সম্পর্কে এই ছবি। কিন্তু সমাজ কি মেনে নেবে এই আশ্রয়, নাকি কি পরিনতি হবে সেটা নিয়ে এই সিনেমা। ছবিটি মুক্তি পেয়েছে পিএম মুভিজ এর ব্যানারে। ছবিতে মুখ্য চরিত্রে মুন সরকার অনবদ্য।