সর্ববৃহৎ এক অফলাইন মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করল অ্যাডামাস ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় দেশ ও বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি দল
অংশ নেয়। এর মধ্যে অন্যতম ন্যাশনাল ল ইউনিভার্সিটিস, সিমবায়োসিস, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি), ক্রাইস্ট, কলকাতা বিশ্ববিদ্যালয় (সিইউ), অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা, সেন্ট জেভিয়ার্স ল স্কুল ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনি জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট; ড. সঞ্চিতা গাঙ্গুলি, নিবন্ধিত পেটেন্ট এজেন্ট এবং পেটেন্ট অ্যাটর্নি; এস. মজুমদার অ্যান্ড কোং; প্রদীপ কে রায় প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে শ্যামবাজার আইন কলেজ, দ্বিতীয় হয় ক্রাইস্ট ইউনিভার্সিটি, পুনে এবং তৃতীয় হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.