Spread the love

সর্ববৃহৎ এক অফলাইন মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করল অ্যাডামাস ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় দেশ ও বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি দল
অংশ নেয়। এর মধ্যে অন্যতম ন্যাশনাল ল ইউনিভার্সিটিস, সিমবায়োসিস, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি), ক্রাইস্ট, কলকাতা বিশ্ববিদ্যালয় (সিইউ), অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা, সেন্ট জেভিয়ার্স ল স্কুল ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনি জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট; ড. সঞ্চিতা গাঙ্গুলি, নিবন্ধিত পেটেন্ট এজেন্ট এবং পেটেন্ট অ্যাটর্নি; এস. মজুমদার অ্যান্ড কোং; প্রদীপ কে রায় প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে শ্যামবাজার আইন কলেজ, দ্বিতীয় হয় ক্রাইস্ট ইউনিভার্সিটি, পুনে এবং তৃতীয় হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।