Spread the love

বাংলা সিনেমায় আবার ফিরে আসছে শুভ দিন। মাঝে বেশ কয়েক বছর সিনেমার ‘খড়া’ কাটিয়ে বাংলা সিনেমা আবার লাভের মুখ দেখছে। আজ সোমবার মুক্তি পেলো অসাধারণ রোমান্টিক প্রেমের ছবি ‘মিস্টার হিরো’। মানুষের সমাজ থেকে প্রেম ধীরে ধীরে চলে যাচ্ছে। শুধু মানুষে লোভ, স্বার্থ, ভায়োলেন্স যখন সমস্ত সমাজকে গ্রাস করছে, ঠিক তখন সমাজকে দিশা দেখানোর জন্য দরকার ভালো প্রেমের সিনেমা।

আর সেই কাজটাই করলেন জে. আর. ফিল্মস। জে.আর. ফিল্ম প্রযোজনায় মুক্তি পায় ছবিটি। ছবির পরিচালনা করেন জয়ন্ত দে ও নির্দেশক প্রদীপ বিশ্বাস। এক অন্য রকম রোমান্টিক প্রেমের ভরপুর বাংলা সিনেমা “মিস্টার হিরো” আজ মুক্তি পেয়েছে।

সিনেমার শুভমুক্তি উপলক্ষে আজ বারাসাতে জয়া সিনেমা হলে উপস্থিত ছিল এক ঝাঁক তরুণ তারকা । সিনেমাটির সংগীত পরিচালনা করেন বিখ্যাত সংগীত শিল্পী জয়ন্ত দে। কলকাতা সহ একাধিক সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুদ্র, প্রার্থনা, অনুশ্রী, জয়ন্ত দে, আশিস পাঠক, বিনয় বিশ্বাস ও জয় সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। আশা করা যায় এই সিনেমা দর্শকদের ভালো লাগবে। প্রত্যেকের অভিনয় মন কাড়বে সকলের।