7 নং,হাজরা রোড,কলকাতা-26 স্থিত ‘সুজাতা দেবী স্মৃতি সদন’এর পেক্ষাগৃহে আজ C.P.D.R সংগঠনের পক্ষ থেকে সারা বাংলা থেকে আগত বহু সদস্যের উপস্থিতিতে Human Rights Day 2022 পালন করা হয়।
এই উপলক্ষে শ্রী আর. কে. হান্ডা(IPS),শ্রী ত্রিনাথ গঙ্গোপাধ্যায়,শ্রী বিপ্লব ঘোষ মহাশয়ের পৌরহিত্যে এক বিশেষ ‘আলোচনা সভা তথা CPDR এর সদস্যগণের কর্মযজ্ঞের স্বীকৃতি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মাননীয়া পাপিয়া অধিকারীর সভাপতিত্বে,মাননীয় বিপ্লব ঘোষের উপস্থাপনায় প্রধান অতিথি বিচারপতি শ্রী সমরেশ বন্দোপাধ্যায় সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের অনেক গণ্যমাণ্য ব্যক্তিত্ব আজএই মঞ্চে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক,অভিনেতা ও পরিচালক শ্রী শিবাজী দে মহাশয়কে CPDR সংগঠনে তার অনবদ্য অবদানের জন্য মাননীয়া পাপিয়া অধিকারী উত্তরীয় ও পদক প্রদানের মধ্যদিয়ে পুরস্কৃৃত করেন।
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকের দিনটি অত্যন্ত উৎসাহের সাথে আগামী দিনে CPDR সংগঠনের সদস্যদের আরো বিস্তারিত কর্মযজ্ঞের দায়িত্ব পালনের অঙ্গীকারের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.