Spread the love

একগুচ্ছ তারকা নিয়ে ঘোষনা করা হল নতুন ওটিটি প্ল্যাটফর্ম “হিপিক্স” এর আগামী সিনেমা ও ওয়েবসিরিজের পোস্টার ও প্রথম লুক। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত, পরিচালক আতিউল ইসলাম, পায়েল সরকার সহ আরো নামকরা তারকারা। হিপিক্সের কর্নধার রুপক চ্যাটার্জির বার্তা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ঋতুপর্না সেনগুপ্ত এর আগামী ছবি “লাভ ইজ অল”, পায়েল সরকার এর নতুন সিরিজ ” জয়ী” ঘোষনা করা হয়। উপস্থিত ছিল পরিচালন আতিউল ইসলাম, ঘোষনা করা হয় তার নতুন ছবি “ভাসান” এর। পরিচালক আতিউল ইসলাম জানান “এই মূহুর্তে আমার ছবির কাস্টিং ঘোষনা করা হবে না৷ তবে নামকরা বেশ তাবর তাবর অভিনেতা অভিনেত্রী থাকবে এই সিনেমাতে। পুরোপুরি ভিন্ন ধরনের গল্প নিয়ে এই সিনেমা। ধন্যবাদ রুপক চ্যাটার্জি কে আমাদের পাশে থাকার জন্য”।