Spread the love

আলিপুর সর্বজনীন ক্লাবের দূর্গাপূজো এবছর ৭৮ তম বর্ষে পদার্পন করল ৷ এবছর তাদের থিম ‘ মগের মুলুক ‘ | দেবী পক্ষের প্রথমায় রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি এই পূজোর শুভ উদ্বোধন করেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন বরো নাইনের চেয়ার পারসন ও কাউন্সিলার দেবলীনা বিশ্বাস , পূজো কমিটির কনভেনর ও উদ্যোক্তা দেবাশিষ দাস সহ অন্যান্যরা ৷ এরপর মন্তপ পরিদর্শনে আসেন অভিনেত্রী মৌবনী সরকার ৷ এই ক্লাব শুধু পূজো নয় সারা বছর বিবিধ সমাজ সেবা মূলক কর্মের সাথে যুক্ত থাকে ৷ এই দিন পূজো উদ্বোধনে ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্যজিৎ কোটাল , গঙ্গা রাম সাউ , শুকদেব মার্থা , শৈবাল গুহ , সঞ্জয় দাস , প্রেমাংশু শী , সুতপা দাস সহ অন্যানারা ৷