Spread the love

শ্রীজিৎ চট্টরাজ শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আই সি সি আর মঞ্চে ওড়িশি নৃত্যবাসা প্রজ্ঞাদ্যুতি পরিবেশন করল ওড়িশি নৃত্যের অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করলেন ওড়িশি নৃত্য শিল্পী শায়মিতা দাশগুপ্ত ও তাঁর ছাত্রছাত্রীরা। এই নৃত্যের ধারা পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র ও গুরু রতিকান্ত মহাপাত্রের। অনুষ্ঠান শুরু জগন্নাথদেবের অর্চনা করে। এরপর অন্তররামা শীর্ষক রাম বন্দনা পরিবেশন করেন গুরু রতিকান্ত মহাপাত্র। নৃত্য পরিকল্পনা গুরু কেলুচরণ মহাপাত্র। প্রজ্ঞাদ্যুতি শিক্ষাকেন্দ্রের পক্ষে গুরু বন্দনা নিবেদন করেন প্রিয়াঙ্কা ঘোষ ও অদ্রিকা চট্টোপাধ্যায় এবং শায়মিতা দাশগুপ্ত। নৃত্য পরিকল্পনা গুরু রতিকান্ত মহাপাত্রের। সমবেত নৃত্য পরিকল্পনা করেন শায়মিতা দাশগুপ্ত। পট্টদীপ পল্লভি নিবেদন করেন প্রিয়াঙ্কা ঘোষ ও অদ্রিতা চট্টোপাধ্যায়। পরিকল্পনা গুরু রতিকান্ত মহাপাত্রের। সমবেত নৃত্য পরিকল্পনা ছিল শায়মিতা দাশগুপ্ত ও কল্যাণ পল্লভি। প্রিয়ে চারুশিলে শীর্ষক নৃত্যশিল্পীর তালিকায় ছিলেন রাজীব ভট্টাচার্য । নৃত্য পরিকল্পনায় গুরু কেলুচরণ মহাপাত্র।

অর্ধনারীশ্বর পরিবেশন করেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই নৃত্যের পরিকল্পনাও কেলুচরণ মহাপাত্রের। রতিকান্ত মহাপাত্রের পরিকল্পনায় নবদূর্গা পরিবেশন করেন শায়মিতা দাশগুপ্ত। গুরু কেলুচরণ মহাপাত্রের চূড়ামণি বিষয়টি পরিবেশন করেন রতিকান্ত মহাপাত্র এবং শায় মিতা দাশগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী ও সমাজসেবী অলকানন্দা রায়, বিধায়ক দেবাশীষ কুমার, আই সি সি আরের পরিচালক মীনাক্ষী মিশ্র, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা উচ্চ আদালতের ও শীর্ষ আদালতের আইনবিদ রাধামোহন রায়।