সম্প্রতি কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে টুম্পা নন্দী সম্পাদিত কবিতা কুটির সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হল। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক আরণ্যক বসু, সাহিত্যিক ও চিত্রপরিচালক নির্মাল্য বিশ্বাস, সাংবাদিক ও সাহিত্যিক লুতুব আলি, কবি মোহম্মদ শাহবুদ্দিন ফিরোজ। শারদ সংখ্যা প্রকাশের পাশাপাশি অরিত্র প্রকাশনী থেকে প্রকাশিত হল পাঁচটি একক কাব্যগ্রন্থ। মোড়ক উন্মোচন হল সৌমিত্র দাসের কাব্যগ্রন্থ ‘এক মুঠো রোদ্দুর’, প্রলয় কুমার সাঁতরার কাব্যগ্রন্থ ‘অর্ঘ্য’, রবীন্দ্রনাথ দাসের ‘শ্রেষ্ঠ গল্পগুচ্ছ’, ধনঞ্জয় হাজরার উপন্যাস ‘স্বর্গের সিঁড়ি’, রবিশঙ্কর পালের গল্পগ্রন্থ ‘অপ্পো অপ্পো গপ্পো’। কবিতা কুটির সাহিত্য পত্রিকার প্রায় দেড়শো কবি ও সাহিত্যিককে সম্মানিত করা হয়। কবিতাপাঠ, গান এবং অতিথিদের বক্তব্যে উপভোগ্য এক অনুষ্ঠানের সাক্ষী থাকেন দর্শকবৃন্দ। কবিতা কুটিরের প্রতিষ্ঠাতা অতনু নন্দীর সুচারু পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.