Spread the love

নিটোল প্রেমের গল্প লিখেছেন পারমিতা রাহা হালদার। ফিল্মের নায়িকা রিম্পা সাহা ও নায়িকার মায়ের চরিত্রে কল্যাণী ব্যানার্জীর সাবলীল অভিনয়ের পাশাপাশি ডিওপি অমিত মুখার্জীর ক্যামেরার কাজ প্রশংসার দাবি রাখে। জয়িতা বল চ্যাটার্জীর কন্ঠে গানটাও বেশ সুন্দর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট চিত্রপরিচালক ও অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং মলয় রায়। রেওয়া ফিল্মসের পক্ষ থেকে এই ফিল্মের সকল কলাকুশলীদের স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হল। সম্মাননা পেলেন রেখা রাহা,পারমিতা রাহা হালদার, কল্যাণী ব্যানার্জী, অমিত মুখার্জী, শুভজিৎ বোস, সোমনাথ দাস, পূজা রায়, জয়িতা বল চ্যাটার্জী, রিম্পা সাহা, শুভমিতা বিশ্বাস, অজিতেশ নাগ, শতরূপা মুখার্জী,শতভিষা মল্লিক, সঙ্কেত মল্লিক।
নির্মাল্য বিশ্বাসের কাহিনী, চিত্রনাট্য, এবং পরিচালিত আরো একটা টেলিফিল্ম ‘বাঁধন’ এর পোস্টার মুক্তি পেল এই ফিল্মের কলাকুশলীদের হাত দিয়ে।
বৃষ্টিস্নাত সন্ধায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে দর্শকরা মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটি প্রাণ ভরে উপভোগ করলেন।