Spread the love

কথায় আছে কন্যা দায় গোস্ত পিতাকে কেউ যদি সাহায্য করে তার মত পুণ্যের কাজ কোন কিছু হয় না। করোনা পরবর্তী সময় এ ধরনের মানুষের সংখ্যাটা থেকে বেড়ে গিয়েছে। তাই রবিবাসরীয় সন্ধায় কাশিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি ও সর্নিম ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত হলো তিন কন্যার গণবিবাহ। সমস্ত রকম আচার রীতি মেনে এই গণবিবাহের আয়োজন করা হয় এমনকি বিয়ে পরবর্তী সময়ে সংসারের জন্য যাবতীয় সামগ্রী দেওয়া হয় তাদের।

এর পাশাপাশি ছিল ভুরিভোজের ব্যবস্থা। এই দিনে অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বিধায়ক তথা উপ – মহা নাগরিক অতিন ঘোষ , স্থানীয় পুরমাতা সুমন সিং, বিশিষ্ট বাঙালি উদ্যোগ প্রতি তিনকরি দত্ত, সমাজসেবক প্রদীপ দে গৌড়, নবরতন ঝাওয়ার, আশিস নন্দী, শংকর সিং সহ ও অন্যান্য অতিথিবৃন্দ।