Spread the love

৫ই এপ্রিল কলকাতা প্রেসক্লাবে কৃষাণ বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয় ‘হোম টিচার যোজনা’ এর আওতায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার , উড়িষ্যা, দূর্গাপুরের বিভিন্ন শহর ও শহরতলির দুঃস্থ পরিবারের বাচ্চাদের শিক্ষার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে এই যোজনা গ্রহণ করা হয় ৷হোম টিচার যোজনায় প্রায় ১০ হাজার শিক্ষক- শিক্ষিকা নিয়োগের কথা বলা হয় ৷ উক্ত যোজনায় নিয়োগিত টিচাররা প্রতি মাসে ২৫০০ টাকা ভাতা পাবে ৷ যে সব বাচ্চারা এই যোজনায় অন্তর্ভূত হয়ে শিক্ষালাভে আসবে তারা প্রতি মাসে টিফিন বাবদ ১০০ টাকা করে পাবে এবং অসুস্থতার কারনে ১০০০ টাকা পাবে ৷ এছাড়াও বিউটিশিয়ান কোর্স, টেলারিং, নার্সিং এর প্রাথমিক কোর্স মহিলাদের আত্মনির্ভর করতে এই ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে শেখানো হবে ৷শিশু শিক্ষার প্রসারে ও মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ট্রাস্টের এই প্রয়াস৷ বৈঠকে উপস্থিত ছিলেন দীপক মাহাতো ( প্রেজেক্ট কোয়াডিনেটর ), পারভেস আলি মোল্লা, কার্তিক সামন্ত, অর্পিতা সামন্ত, নিতাই ঘোষ , চন্ডী ঘোষ সহ অন্যান্যরা ৷ (কিষাণ বিকাশ ট্রাস্টের প্রধান অফিস ঝাড়খন্ডে ও west Bengal গোড়িয়ায়, সাউথ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ)