নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ সেপ্টেম্বর ২০২৩।
গত ৪ সেপ্টেম্বর সোমবার কৃষ্ণপুর রাজ বংশী পাড়ায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃষ্ণপুর হিন্দু মিলন মন্দিরে জন্মাষ্টমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হয়েছিল ঝুলন মেলা উৎসব। রাধা কৃষ্ণের পূজা অর্চনার সাথে সাথে এখানে আয়োজিত হয়েছিল ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ, যোগ ব্যায়াম, জিমন্যাস্টিক, ক্যারাটে এবং বডি বিল্ডিং প্রদর্শনী। আয়োজনে অশোক আখড়া এক ব্যায়াম সমিতি। বহু দর্শক এদিনের উপস্থিত হয়ে প্রতিযোগীদের উৎসাহ দিয়ে যান। মেয়েদের উৎসাহ ছিল নজরকারা। পুরুষদের সাথে ছিল মেয়েদের পাঞ্জা লড়াই প্রতিযোগিতা। মহিলাদের মধ্যে পাঞ্জা লড়াইতে প্রথম স্থান লাভ করে মাহেশ্বরী, দ্বিতীয় হলেন ভ্যালেনটিনা এবং তৃতীয় পুষ্পিতা। বডিবিল্ডিং এ অসাধারণ প্রদর্শণ করলেন কলকাতা পুলিশের এ এস আই পার্থ সিনহা এবং ডি আই সৌরদীপ দাস। সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করেন সংস্থার সম্পাদক তাপস প্রামানিক, সনাতন মন্ডল,অভিনেতা প্রযোজক পরিচালক ও স্পোর্টসপার্সন অশোকরাজ।
Related Posts
Spread the loveঅভিনেতা, কোরিওগ্রাফার স্যান্ডি এবার চ্যাম্পিয়ন হল “দ্যা ফিট এক্সপো ইন্ডিয়া ২০২৩” এ। ডেনিম মডেল হান্টে প্রথম হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি দর্শকদের মন কেড়েছে সান বাংলা এর “আলোর ঠিকানা”,…
Spread the love 1st December, 2023, Kolkata: One of Asia’s largest sports, fitness and wellness trade expo – FITEXPO INDIA 2023 (December 1 to 3) was flagged off today at…