Spread the love

সম্প্রতি হয়ে গেল “লোটাস ইন্টারন্যাশনাল এন্ড ফিট ভারত ও এন আই এস” টিমের উদ্দ্যেগে এক বিশেষ অনুষ্ঠান। ক্যান্সার মরনব্যাধি রোগ, আর সেই রোগের বিরুদ্ধে এক সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করলেন এই টিম। ক্যান্সার ও যেকোনো লাইফস্টাইল রোগের মূল যে জলের সমস্যা সেটি তারা তুলে ধরেন। প্রায় ৩৮০০০ ক্যান্সার ফ্যামিলির পাশে দাঁড়ান এই টিম। ক্যান্সার থেকে কিভাবে নিজেদের বাঁচাবে সেটি ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ্য। উপস্থিত ছিলেন গ্লোবাল সাইন্টিস্ট ডা: রোশান পালেয়ার। অনুষ্ঠানে উপস্থিত রেশমি শর্মা, সুনীল কৃপলানী, ভর্ষা কৃপালী, রাকেশ খট্টর, সারিকা খট্টর, সঙ্গয় সন্দাগার, কিশোর পারেখ, রাজ কিকানি, মিনাস্কি নন্দী ও অরুনাভ নন্দী প্রমুখ। এই ক্যান্সারের জন্য বহু মানুষের জীবন শেষ হয়ে যায়। ক্যান্সার থেকে যে মুক্তি পাওয়া যায়, তার জন্য সবাইকে সতর্কমূলক বার্তা দিয়েছে এই টিম।