Spread the love

শ্রীজিৎ চট্টরাজ : কোলকাতায় সম্ভবত এই প্রথম
কোনো বেসরকারি হাসপাতালের উদ্যোগে ক্যানসার সচেতনতায় পথ নাটিকা প্রদর্শন করল। হাওড়ার নারায়ণা হাসপাতাল ও আর এন টেগোর হাসপাতাল মুকুন্দপুর যৌথ উদ্যোগে ছ দিন ব্যাপী পথ নাটিকা সংগঠিত করে। প্রচার অভিযান শুরু ১৪ ফেব্রুয়ারী।প্রচার অভিযান শেষ হয় লিন্ডসে স্ট্রিটের নিউ মার্কেটের সামনে। পথ নাটিকায় কৌতুক দৃশ্যের মাধ্যমে স্তন প্রস্টেট, মাথা ঘাড় , স্ত্রীরোগ ও ফুসফুসের ক্যান্সার সম্পর্কে তথ্য পরিবেশিত হয়। হাসপাতালের গ্রুপ সি ও ও আর ভেঙ্কটেশ বলেন , যোগাযোগের সেরা মাধ্যম পথ নাটিকা। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ক্যান্সার সচেতনতায় আমরা সংস্কৃতির রাজধানী কলকাতাশহরে বিপুল সাড়া পেয়েছি।

হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর অসীমকুমার বলেন এই শহরের ক্যান্সার বাড়ছে। প্রধান কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও মানসিক চাপ। তাই সচতেনতার জন্য আমরা ভিড়প্রবণ এলাকায় প্রচার করছি। মুকুন্দপুর আর এন টেগোর হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর অভিজিৎ সি পি বলেন আমাদের উদ্যোগ ব্যক্তি সম্প্রদায়গত জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য। সুষ্ঠ সমাজ দেশকে প্রগতির পথে নিয়ে যায়।