নিজস্ব প্রতিনিধি
গত বৃহস্পতিবার একাডেমি অফ ফাইনার্স এ শুভ সূচনা ঘটল ক্রিয়েটিভ ফটোগ্রাফি এক্সিবিশন। শিল্পী অনুপম হালদারের তত্ত্বাবধানে আনুষ্ঠানিক এক্সিবিশনের সূচনা করলো অভিনেতা অভিনেত্রী বিশ্বজিৎ চক্রবর্তী অনামিকা সাহা এবং আলোকচিত্র শিল্পী সুজিত কুমারের হাত ধরে। এক্সিবিশন গ্যালারিতে টান পেয়েছে অনুপম হালদারের ১২৫টি ছবি। কনফারেন্স হলে প্রায় ১২ টি ছবি তান পেয়েছে। চিত্রকর নারী শক্তির প্রাধান্য দিতে এবারে তার ভাবনা এই ফটোগ্রাফি। তার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যতা এবং সমাজের কল্যাণীর বেশকিছু আলোকচিত্র ধরা পরল শিল্পীর আলোক চিত্রের মধ্য দিয়ে। কর্মজীবনে অনুপম হালদার একজন আমলা কিন্তু তার বরাবরই সব ছিল তিনি ফটোগ্রাফির এক নতুন দিশা দেখাবে বাংলাকে। আর তারই চিন্তা ভাবনা থেকেই নতুন ছবির নেশা আজ তাকে সফলতার দিক দেখিয়েছে। পেয়েছেন বিভিন্ন পুরস্কার। তবে বাংলা শিল্পীদের যে আজও অনেকটাই ব্যাক পেতে হয় তাও তিনি জানালেন। এই এক্সিবিশন চলবে দশ দিনব্যাপী জানালেন শিল্পী অনুপম হালদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসি সরকার জুনিয়র কন্যা মৌবনী সরকারও।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.