Spread the love

দেখানো হলো প্রীতম দত্ত পরিচালিত উগ্র সিনেমার কিছু দৃশ্য। সাধারণত ট্রেলার বা টিজার লঞ্চ পাঁচ তারা হোটেলে বা মাল্টিপ্লেক্সে হয়ে থাকলেও এই ক্ষেত্রে ছিল পুরো আলাদা; সবার মাঝে সরস্বতী পুজোর মন্ডপে সাধারণ মানুষের সামনেই হল টিজার লঞ্চ।
প্রীতম দত্ত পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছে জয় ব্যানার্জি, জিকো ( জাকির হোসেন )
নয়নিকা সরকার , অনুরিমা পাল , জিনা নন্দী, অরিজিত ধীবর এছাড়াও আরো অনেকে। একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রজতাভ দত্ত।
সিনেমার বিষয়বস্তুতে তুলে ধরা হয়েছে কলেজের জীবনের কথা, ভালোলাগার ভালোবাসার গল্প, আছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইও। অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমার পরিচালক প্রীতম দত্ত, সহকারী পরিচালক তীর্থঙ্কর রায়, অভিনেতা জাকির হোসেন, সুসান সাহা সহ আরো অনেকেই। জমজমাট টিজার লঞ্চের অনুষ্ঠানে একবার দেখানোর পরেও যখন আবার শোনা হয়ে যাচ্ছিল ওয়ান্স মোর ,ওয়ান্স মোর , তা থেকেই বোঝা যাচ্ছিল এই সিনেমাটি কতটা ছাপ ফেলতে চলেছে। কিন্তু কতটা ছাপ ফেলবে সিনেমাটি তা তো বলবে সময়, আর তার জন্য আপাতত একটু অপেক্ষা শীঘ্রই আসতে চলেছে প্রীতম দত্ত পরিচালিত উগ্র।