Spread the love

নয়া দিল্লিতে আয়োজিত গ্লোবাল বায়ো ইন্ডিয়া অনুষ্ঠানে নতুন দুটি স্টার্টআপ নিয়ে যোগ দিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ই-যুব সেন্টার। তাদের পেশ করা উদ্যোগদু’টি হল ‘অন্নপূর্ণা বায়োটেক’ এবং ‘প্রোটিনেক্সট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। ৩ দিনের এই অনুষ্ঠানে উঠে এসেছে বিভিন্ন যুগান্তকারী চিন্তাধারা ও অত্যাধুনিক গবেষণার বিষয়বস্তু।

তবে এই প্রথম নয়, বরং বরাবরই অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ই-যুব সেন্টারের তরফ থেকে মিলেছে বিভিন্ন নিত্যনতুন গবেষণার ফসল যা তাদের বিশ্ব দরবারে পৌঁছাতেও সাহায্য করেছে বহুবার।

অনুষ্ঠানের আয়োজকদের মতে, চলতি বছরের গ্লোবাল বায়ো-ইন্ডিয়াতে বিভিন্ন যেসব সহযোগিতা ও অভিনবত্ব দেখা গিয়েছে, তা নিশ্চিতভাবে ভবিষ্যতকে আরও স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলবে।