নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ আগস্ট, ২০২৩। অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এবং চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠ যৌথভাবে আয়োজন করেছে আন্তঃস্কুল পাঞ্জা লড়াই প্রতিযোগিতা। এই রাজ্যের বিভিন্ন জেলার স্কুল থেকে প্রায় ২০০জন এর বেশি ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় শেষ দিন অর্থাৎ ২৯ আগস্ট পুরস্কার বিতরিণী অনুষ্ঠান অনুষ্ঠিত বলে জানালেন ক্রীড়াবিদ অভিনেতা প্রযোজক ও পরিচালক অশোক রাজ। অশোক বাবু উপস্থিত সাংবাদিকদের বলেন ছাত্র ছাত্রীরা কেবলমাত্র মোবাইলফোন ও টিভি চ্যানেলের মনোযোগ না দিয়ে এই ধরণের বিনা খরচের খেলায় মনোযোগ দিলে আখেরে লাভ হবে তাদেরই। এদিন বাগুইআটি দেশবন্ধু নগরে চিত্তরঞ্জন কলোনী হিন্দু বিদ্যাপীঠ এ গিয়ে দেখা গেল স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে দেখা গেল চূড়ান্ত উৎসাহ। এদিনের প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিশ্বশ্রী মনোহর আইচ এর সুযোগ্য নাতি রাজীব ব্যানার্জী। যিনি নিজে একজন সর্বভারতীয় স্তরে আর্ম রেস্টলিং এ পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়। রাজীব বাবু উপস্থিত ছাত্র ছাত্রীদের এই খেলা সম্বন্ধে বহু টিপস দিলেন যা তাদের আগামীদিনে এগিয়ে যেতে সাহায্য করবে। অশোক রাজ বলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের আন্তরিক সহযোগিতা না পেলে এই ধরণের পাঞ্জা লড়াইয়ের প্রতিযোগিতা আয়োজন করা সম্ভবপর হতো না।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.