কোলকাতা (২৭ মার্চ ‘২৩):- দক্ষিণ কোলকাতার ‘সিন্ধি সমাজ’-এর পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় নিউ আলিপুরের ‘হিন্দুস্তান ক্লাব প্রাঙ্গণ’-এ ‘ঝুলেলাল যুবা সঙ্ঘ’-র পরিচালনায় উদযাপিত হল ‘চেতি চাঁদ – ২০২৩’।

সিন্ধি সমাজ ‘সিন্ধি নববর্ষ’-কে ‘চেতি চাঁদ’ রূপে পালন করে থাকে। চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রথম দিনকেই ‘চেতি চাঁদ’ রূপে আখ্যায়িত করা হয়ে থাকে। এই বছর ২২ মার্চ শুরু হয়েছে ‘সিন্ধি নববর্ষ’।

‘চেতি চাঁদ’ সিন্ধি সমাজের কাছে শুধু নববর্ষের দিন নয়, এর সাথে জুড়ে আছে তাঁদের ধর্মীয় ভাবনা। ‘চেতি চাঁদ’ তিথিকে তাঁরা ‘ঝুলেলাল জয়ন্তী’ রূপে শ্রদ্ধার সাথে পালন করেন।
বলা হয়ে থাকে ঝুলেলাল স্বয়ং ভগবান বিষ্ণু-র বরুণ অবতার, সিন্ধি সমাজের দেবতা ও সিন্ধি সমাজের প্রতীক।

আজ সায়াহ্নে ফিতে কেটে একযোগে আনুষ্ঠানিকভাবে ‘চেতি চাঁদ’ তথা ‘ঝুলেলাল জয়ন্তী’-র শুভ সূচনা করেন ‘ঝুলেলাল যুবা সঙ্ঘ’-র শীর্ষ পদাধিকারী ও উপদেষ্টাগণ।

‘চেতি চাঁদ’ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উৎসব প্রাঙ্গণে রক্ষিত ঝুলেলাল-এর মূর্তির উদ্দেশ্যে সন্ধ্যা আরতি তথা শ্রদ্ধা সুমন অর্পণ করেন দক্ষিণ কোলকাতায় বসবাসকারী সিন্ধি নারীপুরুষগণ।
ধর্মীয় বর্ণনা অনুযায়ী, বারংবার বিভিন্ন অঘটনের হাত থেকে সিন্ধি সমাজকে বাঁচিয়েছেন স্বয়ং ঝুলেলাল।

অনুষ্ঠান স্থলে ‘ঝুলেলাল’-এর মূল মূর্তির সামনে ‘ঝুলেলাল’-এর জলাভিষেক -এর দৃশ্য প্রাঙ্গণে আগত সবার নজর কেড়েছে।

অনুষ্ঠান স্থলে ‘ঝুলেলাল’-এর স্মরণ পূজন শেষ হতেই দক্ষিণ কোলকাতা সিন্ধি সমাজের আপামর নরনারী বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘চেতি চাঁদ’ পালনে মেতে ওঠেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.