শুরু হল সৃষ্টি এক্সাবিশন চৈত্র সেল ধামাকা। MS মাল্টিফাংশনাল গ্রূপের সৃষ্টি এক্সিবিশন শুরু হল আজ থেকে চলবে আগামী,৯ইএপ্রিল পর্যন্ত শুক্রবার থেকে রবিবার প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পযন্ত গড়িয়াহাটের বৃন্দাবন ব্যাংকইয়েট শীততাপ নিয়ন্তিত হলে। এদিনের প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী,এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার মালিনী সেন সহ অন্যান্যরা। এবারের আকর্ষণ অভিনেত্রী রচনা ব্যানার্জীর স্টল রচনা স ক্রিয়েশন। এটি মূলত অফলাইনে এক্সিবিশন। দুর্গাপুজো ধামকার আভূতপূর্ব সাফল্যের পর শুরু হল চৈত্র ধামাকা। এটি একটি মিনি শপিং মল এখানে মিলবে একই ছাদের তলায় জামা কাপড়, জুয়েলারী,ব্যাগ চকলেট, সাধের জিনিস এছাড়া থাকবে ননভেজ, ভেজ খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আর দাম সকলের সাধ্যের মধ্যে। প্রতিটি কেনা কাটায় সবার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
Related Posts
Spread the love পারিজাত মোল্লা , আপামর বাঙালির কাছে “বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’ কবিতার লাইন অত্যন্ত পরিচিত। প্রতি বছর…
Spread the love পারিজাত মোল্লা , আপামর বাঙালির কাছে “বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’ কবিতার লাইন অত্যন্ত পরিচিত। প্রতি বছর…