Spread the love

আদ্যাপীঠে অষ্টধাতু নির্মিত মূর্তিত্রয়, মকর সংক্রান্তি তিথী তে, প্রতিষ্ঠিত হয়। আজ কর্মযোগী ব্রহ্মচারী বিবেক ভাই র, আটষট্টি তম ভূমিষ্ঠ দিবসে অঙ্গীকার বদ্ধ– আটহাজার শীতবস্ত্র বিতরনে আমাদের অংশ গ্রহণ থাকবে।” জানালেন বৈদিক পন্ডিত ইন্দ্রনীল মুখার্জী। ব্রাহ্ম ন বৈষ্ণব আন্দোলনের সাথী হয়ে, সোমনাথ ইন্দ্রনীল মুখার্জী সহ কল্পতরু ভট্টাচার্য, শুভাশীষ মুখার্জী, রঞ্জন শর্মা, ঈপ্সীতা মুখার্জী, গৌর পাল, সুমিতা দাস, অমিত দাস, সবিতা পাল, কুমারী গঙ্গোত্রী সহ একশত আদ্যা মা ভক্ত অনুরাগীরা শপথ নিলেন, হত দরিদ্র পরিবারের সেবা ই প্রধান কর্ম। আদ্যাপীঠে র কর্ম যোগী ব্রহ্মচারী বিবেক ভাই জানান, “ডোমজুড়ে চৌত্রিশ বিঘা জমিতে বিনা ব্যায়ে চিকিৎসা পরিসেবা দেব “। অন্নদা ঠাকুরের সেবা কর্মে আজ আদ্যাপীঠ, ব্রহ্মচারী মুরালভাই ও বিবেক ভাই এক নতুন বার্তাবাহক।