যে বয়সে তার সহপাঠীরা খেলা ধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউএই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখক। শিশু ও তরুণ প্রাপ্ত বয়স্কদের জন্য তার এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম দ্যা এডভেঞ্চার অফ লিজেন্ডারি কুইন। ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর র প্রথম বই। ইতি মধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি।এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন….
মনি শংকর চক্রবর্তী
চিত্রা দে ,সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচার্য
মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনেদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখক হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট,বারাসাত।
ছবি : রাজেন বিশ্বাস
Related Posts
Spread the love গতকাল মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান ‘LUCENCY’ তে। গতকাল ३६म…
Spread the love*অ্যাডামাসের শীতকালীন ক্যাম্প : নতুন অভিজ্ঞতা লাভ পড়ুয়াদের সম্প্রতি বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে একটি শীতকালীন ক্যাম্পের আয়োজন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। সৃজনশীলতা এবং দলবদ্ধভাবে কাজ করার বিভিন্ন পদ্ধতি শেখানোর…