Spread the love

টলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী সঙ্গীতা সরদার বর্তমানে ব্যস্ত নানান ব্র‍্যান্ডের শ্যুটে। সম্প্রতি শেষ হয়েছে তার কিছু নতুন শ্যুট। টলিউডে নামকরা মডেলদের মধ্যে একজন এই মডেল অভিনেত্রী সঙ্গীতা সরদার। ছোটো থেকে অভিনয় মডেলিং নিয়ে তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরনের জন্য তার এই টলিউড ইন্ডাস্ট্রিতে আসা। ইতিমধ্যে বেশ কিছু নামকরা ব্র‍্যান্ডের শ্যুটিং এ তাকে দেখা গিয়েছে।

বেশকিছু বাংলা সিনেমাতে তাকে দেখা যাবে প্রধান লিড চরিত্রে। টলিউডের নামকরা অভিনেতাদের সাথে অভিনয়ে দেখা যাবে তাকে। সম্প্রতি তাকে একটি বড়ো সিনেমাতে দেখা যাবে।

তবে অভিনেত্রী মডেল সঙ্গীতা সরদার জানান “এই মূহুর্তে অনেক গুলো কাজের কথা ফাইনাল হয়েছে। আজ একটি বড়ো ব্র‍্যান্ডের শ্যুটিং ফাইনাল হয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলো সবাইকে জানাবো৷ আমার কাছে ভালো সিনেমাতে ভালো চরিত্রে অভিনয় করাটা প্রধান”।