Spread the love

টলিউডের নতুন তারকা মুখ অভিনেত্রী মডেল প্রিয়াঙ্কা। তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা। মডেলিং থেকে অভিনয়, ফটোশ্যুট থেকে মিউজিক ভিডিও সব জায়গায় জনপ্রিয়তা পেয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা। টিভিসি শ্যুটে ও নানান জুয়েলারি শ্যুটে তারকা মুখ এই অভিনেত্রী। বলাইবাহুল্য তার অনুরাগীদের মন কাড়বে তার আগত সমস্ত কাজ।

তবে বর্তমানে নিজেকে আরো গ্লুমিং করছেন তিনি আগামী কাজের জন্য। সম্প্রতি শুরু হবে তার নতুন বড়ো প্রজেক্ট।

অভিনেত্রী মডেল প্রিয়াঙ্কা জানান “বর্তমানে ভালো প্রজেক্টে কাজ করতে চাই। ভালো চরিত্রে অভিনয় করতে চাই। যেখানে নিজের ভালো অভিনয় উপহার দিতে পারবো আমার অনুরাগীদের”।