কলকাতা, ২৬ মে: ভোটের নির্বাচনে ক্রমেই গুরুত্বপূর্ণ হয় উঠছে মহিলা ভোট। একটা সময় ছিল পরিবারের মহিলারা কাকে ভোট দেবেন, সেটা পুরুষেরাই নিয়ন্ত্রণ করতেন। কিন্তু নারীরা যত ‘স্বাধীন’ হয়েছেন, কাজের জগতের পা রেখেছেন, ততই প্রবণতায় বদল এসেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মহিলাদের ভোট দেওয়ার প্যাটার্ন, অর্থাৎ যে সব বিষয়ের ওপর ভিত্তি করে তাঁরা ভোট দেন, সেটা পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে নারী সুরক্ষা, নারী স্বাধীনতা বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পায়। বিভিন্ন রাজনৈতিক দল এই সব বিষয়কে হাতিয়ার করে মহিলা ভোট ব্যাঙ্ককে কাছে টানতে চায়। সে জন্য ঘোষণা করা হয় একের পর এক প্রকল্প। কী বিজেপি, কী কংগ্রেস, কী তৃণমূল -পিছিয়ে নেই কোনও রাজনৈতিক দলই। এই সব প্রকল্পের গুরুত্ব অবসসই অস্বীকার করা যায় না, কিন্তু পিছনে লুকিয়ে থাকা রাজনৈতিক উদ্দেশ্যেই প্রধান হয়ে উঠছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।
মহিলাদের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আস্থা জিতে নিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের অভিমত। এই কারণেই মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনা নিয়ে রাজনীতির ময়দান তোলপাড় হয়ে ওঠে। সর্বভারতীয় ইস্যু হয় সন্দেশখালি। এই সব টানাপোড়েনের মাঝে সত্যি সত্যিই কতটা ‘ভাল’ হয় মহিলাদের? নাকি হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারে কেনা যায় তাঁদের ভোট? প্রকল্পের প্রচারে চাপা পরে যায় তাঁদের আশা-আকাঙ্ক্ষা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞের মতামত ও ডেটা মোহাইয়ের বিশ্লেষণ সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘লক্ষ্মী লাভের লড়াই’। দেখুন ,২৬ মে, রবিবার রাত ১০ টায়।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.