এ যেন ‘আমার পরিচয় আমি’ কবিতার বইয়ের মলাটের আগে শেষ কবিতাটির মত একে একে উঠে এলো ড.অগাস্টিন ক্রুজ এর লেখনী তার লেখা দুবাই এয়ারপোর্টের মেয়েটা এই মুহূর্তে পড়শি রাষ্ট্র বাংলাদেশের এক বিশিষ্ট পরিবেশবিদ,কবি ও লেখক তার দীর্ঘ তার জীবন দর্শনে এই কবিতা সংকলনটির মধ্যে দিয়েই শুধু তার দেশ নয় ভারতেরও সাংস্কৃতিক মনস্ক মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
এমনই এক সাংস্কৃতিক খোলা হাওয়ার পরিবেশেই ১০ই জানুয়ারী সারস্বত (ভবানীপুর) এর নিবেদনে সৃষ্টি সুখ এর প্রকাশনায় ড.ক্রুজ এর কবিতার বই প্রকাশ পেল।রামকৃষ্ণ মিশন ইন্সটিউট অফ কালচার এর সচিব স্বামী সুপর্নানন্দজী মহারাজ,সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনদের উপস্হিতিতে ।যদিও এই প্রকাশের পাশাপাশি সারস্বত এর আয়োজনে সমবেত কবিতা ও সঙ্গীতের আয়োজনটি মনোজ্ঞ হয়ে ওঠে সতীনাথ মুখোপাধ্যায়ের সুন্দর উপস্থাপনায়। ছবি তাপস রায়
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.