কলকাতা: উৎসবের মরসুমে পুরনো দিনের স্মৃতি উস্কে দিয়ে বাঙালিদের মনে বিশেষ জায়গা করে নিল আশীর্বাদ মিষ্টি দই এবং বাংলা গল্পের বইয়ে পড়া ‘দইওয়ালাদের’ ফিরিয়ে আনল। ধুতি আর গামছা পরে, আশীর্বাদ মিষ্টি দইয়ের হাঁড়ি সমেত, বাঁক কাঁধে দইওয়ালা সেজে শহরের রাস্তায় ঘুরে বেড়ালেন অভিনেতারা। একটা সময় ছিল যখন কলকাতার রাজপথে ‘দই চাই দই’ হাঁক দিয়ে মিষ্টি দই ফেরি করে বেড়াতেন দইওয়ালারা। মাটির হাঁড়িতে করা আশীর্বাদ মিষ্টি দই, ফিরিয়ে আনল সেই স্মৃতি, সেই আবেগ, সেই স্বাদ– যা মন ছুঁয়ে গেল সকলের। অরিত্র দাশগুপ্তর কণ্ঠে মিষ্টি দই গান আরও মিষ্টি করে তুলেছিল দইওয়ালাদের এই যাত্রাকে। বাঙালিয়ানায় মোড়া এই গান জনপ্রিয় হয়েছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.