Spread the love

কলকাতা, ৩ মার্চ: ২৯ ফেব্রুয়ারি। গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। হাজিরও হলেন কোর্টে। সাদা জামা, সাদা প্যান্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল। প্রশ্ন উঠল সেখানেই, পুলিশি হেফাজতে কেউ এতটা পরিপাটি থাকতে পারেন নাকি? শাহজাহান কোথায় লুকিয়ে ছিলেন তাও প্রকাশ করেনি পুলিশ। কোথা থেকে গ্রেফতার করা হল শাহজাহানকে? সেটাও রহস্য। যে রহস্য জমাট বেঁধেছে দিনের পর দিন ধরে। ৫ জানুয়ারি, ইডিকে পেটানোর পর হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন শাহজাহান। পুলিশ কি কিছুই জানতো না কোথায় তিনি? বিরোধী নেতারা, স্থানীয় বাসিন্দারা বারবার দাবি করেছেন তাঁরা শাহজাহানকে দেখতে পাচ্ছেন! শুধু পুলিশই টিকির নাগাল পেল না শেখ শাহজাহানের? কোথায় গোপন আস্তানা গড়ে তুলেছিলেন শাহজাহান? পুলিশি পাহারাতেই কি কেটেছে এই ৫৬ দিন? উত্তম আর শিবু, শাহজাহানের দুই শাগরেদকে পুলিশ গ্রেফতার করেছিল পার্টি মাথার ওপর থেকে হাত তোলার পর। এবারও কি সেই অপেক্ষাতেই ছিল রাজ্য পুলিশ? নাকি কোর্টের স্থগিতাদেশের জন্যই আটকে ছিল শেখ শাহজাহানের গ্রেফতারি? প্রশ্ন অনেক, রহস্যও অনেক। সেই সব রহস্য উদ্ঘাটন করতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কোথায় ছিল শাহজাহান?’। ৩ মার্চ রবিবার রাত ১০ টায়।