দীপ মিস্ত্রী, কলকাতা, মঙ্গলবার, ২০শে, জুন ২০২৩, দ্বিতীয় বর্ষ বেলঘড়িয়া জগন্নাথ মন্দির উদ্যোগে উৎসব উদযাপন করা হচ্ছে তিনটে রথ আলাদা আলাদাভাবে তিনজনের জন্য তৈরি হয়। সম্পূর্ণ রথ যাত্রা অনুষ্ঠানটি পুরীর রথের নিয়মে পালন করা হয় এই রথযাত্রা উদ্বোধন করেন সুব্রত বক্সী এছাড়া উপস্থিত ছিলেন সৌগত রায় তাপস রায় মদন মিত্র ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া গোপাল সাহা দিলীপ নারায়ন বসু। আদ্যাপীঠে সম্পাদক মুরাল ভাই ব্রহ্মচারী এছাড়াও কামারহাটি পৌরসভা বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন মন্দিরের সন্ন্যাসীরা উপস্থিত হয়।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.