Spread the love

এর উদ্যোগে নেতাজী জন চেতনা যাত্রা 2022-23, আয়োজিত একটি সেমিনার ও ড. বেনিমাধব তরফদার এর স্মৃতি তে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল 27 এ নভেম্বর রবিবার, ঐতিহাসিক আলিপুর জেল মিউজিয়ামে। ভারতের স্বাধীনতা সংগ্রামে, বাংলার বিপ্লবী, নেতাজী ও তাঁর আজাদ হিন্দ বাহিনীর অবদান , এই ছিলো সেমিনারের মূল বিষয়। এছাড়াও নেতাজী ও ইতিহাস অনুরাগী মৃন্ময় ব্যানার্জ্জীর লেখা “অন্ধকার যুগের অবসান” বই টি প্রকাশ হয়। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে লেখা এই বইটি নেতাজীর জীবন ও আদর্শ কে নিয়ে, সাড়ে সাত দশক ধরে না বলা এক গৌরবময় ইতিহাস, নেতাজী ও আজাদ হিন্দ ফৌজ এর কাহিনী, যা আত্মজা পাবিলশার্স দ্বারা মুদ্রিত। বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেতাজীর নাতনী জয়ন্তী রক্ষিত এবং নেতাজী গবেষক ও সাংবাদিক মো. আশরাফুল ইসলাম (বাংলাদেশ)। নেতাজী জন চেতনা যাত্রার পক্ষ থেকে ইতিহাস ও নেতাজী গবেষক বোধিসত্ব তরফদার জানিয়েছেন ছাত্র ছাত্রীদের নেতাজীর ভাবধারায় অনুপ্রাণিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে নেতাজীর আত্মত্যাগ ও লড়াই এর কথা।