নন্দন তিন-এ সিনেমাথেক কলকাতা আয়োজিত ৬ দিন ব্যাপী শর্ট ও ডকুমেন্টরী ফিল্ম ফেষ্টিভাল শেষ হলো রবিবার ১৭ সেপ্টেম্বর । শেষ দিনে অভিনেতা শিবু দে’র হাতে স্মারক তুলে দিলেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক ঋতব্রত ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক স্বপন মল্লিক, অভিনেত্রী মল্লিকা সিনহারায় সহ সিনেমাথেক-এর কার্যকরী সভাপতি অজয় সেনগুপ্ত, যুগ্ম সম্পাদক তাপস রায় ও ইন্দুভূষণ দাস প্রমুখ ।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.