ইউনাইটেড প্ল্যাটফর্ম ফর নেতাজি আয়োজিত এক বিশেষ সাংবাদিক সম্মেলন ও অনলাইন স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা পর্বে আয়োজকদের পক্ষে বোধিসত্ত্ব তরফদার, মৃন্ময় ব্যানার্জি, সুপ্রিয় মুখার্জি এবং নেতাজি পরিবারের সদস্য নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতনি শ্রীমতি জয়ন্তী রক্ষিত, নেতাজী গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী, নেতাজীর নাতি শ্রী ইন্দ্রনীল মিত্র গায়ক সৌভিক লাহিড়ী এবং আরো বিশিষ্টজনদের তরফ থেকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানের অনুষ্ঠানে স্বাধীনতার 76 তম বর্ষে নেতাজির অন্তর্ধান রহস্যের পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠলো। মুখার্জি কমিশনের রিপোর্ট উল্লেখ করে নেতাজীর নাতনী জয়ন্তী রক্ষিত বলেন এ বিষয়ে আরো বিশদ তদন্তের প্রয়োজন আছে এবং দেশবাসীর কাছে তিনি অনুরোধ করেন এই অনলাইন স্বাক্ষর সংগ্রহ অভিযানকে সাপোর্ট করতে। এই অরাজনৈতিক প্লাটফর্মটির একমাত্র উদ্দেশ্য নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান হোক ভারত সরকারের পক্ষ থেকে।
ছবি রাজেন বিশ্বাস
Related Posts
Spread the love কলকাতা, ২ ডিসেম্বর, ২০২৩: দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI), কলকাতার ফেয়ারফিল্ড ম্যারিয়টে প্র্যাকটিসিং কোম্পানি সেক্রেটারিদের ১৭ তম আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে। এবারের কনফারেন্সের ভিশন…
Spread the love কলকাতা, ২৬ নভেম্বর ২০২৩: রবিবার, ২৬শে নভেম্বর ২০২৩ এ কলকাতার রাস্তাগুলি শক্তিতে সজীব ছিল, কারণ ৪০০০ জনেরও বেশি উত্সাহী অংশগ্রহণকারী জেবিজি কলকাতা ওয়ার্ল্ড ১০কে এর ৮তম সংস্করণের…