Spread the love

ইউনাইটেড প্ল্যাটফর্ম ফর নেতাজি আয়োজিত এক বিশেষ সাংবাদিক সম্মেলন ও অনলাইন স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা পর্বে আয়োজকদের পক্ষে বোধিসত্ত্ব তরফদার, মৃন্ময় ব্যানার্জি, সুপ্রিয় মুখার্জি এবং নেতাজি পরিবারের সদস্য নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতনি শ্রীমতি জয়ন্তী রক্ষিত, নেতাজী গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী, নেতাজীর নাতি শ্রী ইন্দ্রনীল মিত্র গায়ক সৌভিক লাহিড়ী এবং আরো বিশিষ্টজনদের তরফ থেকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানের অনুষ্ঠানে স্বাধীনতার 76 তম বর্ষে নেতাজির অন্তর্ধান রহস্যের পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠলো। মুখার্জি কমিশনের রিপোর্ট উল্লেখ করে নেতাজীর নাতনী জয়ন্তী রক্ষিত বলেন এ বিষয়ে আরো বিশদ তদন্তের প্রয়োজন আছে এবং দেশবাসীর কাছে তিনি অনুরোধ করেন এই অনলাইন স্বাক্ষর সংগ্রহ অভিযানকে সাপোর্ট করতে। এই অরাজনৈতিক প্লাটফর্মটির একমাত্র উদ্দেশ্য নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান হোক ভারত সরকারের পক্ষ থেকে।
ছবি রাজেন বিশ্বাস