ন্যাসকমের স্টার্টআপ কার্নিভ্যালন্যাসকম(ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি)-এর উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে স্টার্টআপ কার্নিভ্যাল ‘বেস্ট’ অর্থাৎ বেঙ্গল অন্টোপ্রনারস’ সামিট অন টেকনোলজি। প্রযুক্তি নিয়ে এই সম্মেলনের উদ্যোগে রয়েছে ন্যাসকম, যা স্টার্টআপ সংস্থাগুলির জন্য ভারতবর্ষের অন্যতম বিরাট একটি মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ, সারা বিশ্বেই হোক কিংবা দেশের মধ্যে, বরাবরই ব্যবসার আধুনিক রূপায়ণের ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করে এসেছে।এই সম্মেলনে যে শুধুমাত্র বাংলার সাফল্যকেই উদযাপন করা হবে, তা নয়, বরং তৈরি হবে বিশ্বমানের এক নতুন দিশা, যেখানে প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রে গোটা দেশকে পথ দেখাবে পশ্চিমবঙ্গ।এই সম্মেলনে অংশ নেবে ভারতে তৈরি বিভিন্ন সামগ্রী ও তথ্য প্রযুক্তি নিয়ে নিরন্তর কাজ করে চলা প্রতিষ্ঠান ও স্টার্টআপ সংস্থাগুলি। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিভিন্ন সরকারি এবং বহুজাতিক পণ্য ও পরিষেবা সংস্থা, সিআইও, সিএমও, সিটিও ইত্যাদি। শুধু তাই নয়, থাকবে নন-টেক কিছু প্রতিষ্ঠান ও বিনিয়োগ সম্প্রদায় যার মধ্যে উল্লেখযোগ্য প্রাইভেট ইক্যুইটি, সিড ফান্ডস, ইনকিউবেটর নিয়ে কাজ করা সংস্থা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও।

ন্যাসকম-এর পূর্ব আঞ্চলিক পরিষদ-এর চেয়ারম্যান সঞ্জয় চ্যাটার্জি বলেন, “বাংলায় বরাবরই বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কদর অনেক বেশি। প্রযুক্তির ক্ষেত্রেও তার তেমন রদবদল হয় না। এই মুহূর্তে কলকাতায় বেশ কিছু বহুজাতিক সংস্থা নিজেদের কাজের বিস্তৃতি ঘটাতে শুরু করেছে। তাই ন্যাসকম-এর সদস্য হিসেবে আমরা মনে করি, এটিই সঠিক সময়, যেই মুহূর্তে আমরা বাংলায় সফটওয়্যার স্টার্টআপ, বিনিয়োগকারী, নব্য ব্যবসায়ী, শিক্ষাবিদ, বিশ্লেষক প্রমুখদের বাংলার প্রতি উৎসাহী করতে পারি।’এই সম্মেলন আয়োজনের ক্ষেত্রে ন্যাসকম-এর মূল লক্ষ্য হল বাংলায় বিভিন্ন প্রযুক্তিগত ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে তাদের উপদেষ্টা হিসেবে পাশে থাকা ও স্টার্ট-আপ সংস্থাগুলিকে বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

এছাড়াও বাংলার মধ্যে ও আশেপাশে প্রযুক্তি ব্যবহার করে কীভাবে স্টার্টআপ সংস্থাগুলির পরিষেবা আরও উন্নত করা যায়, সেই বিষয়ে আলোচনা করাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি, সময়ের সঙ্গে সঙ্গে বাংলার পণ্য বাজারের গতি প্রকৃতি বদল ও সাফল্যের উদযাপনও হবে এই সম্মেলনে।যোগাযোগ : Ritankar : 9874592627


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.