Spread the love

নিজস্ব প্রতিনিধি

বাংলা সিনেমা জগত ও মডেলিং জগতের নতুন নাম শর্মিলা সাহা । নানা মিউজিক ভিডিওতে নানান চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি মুক্তি পাবে তার নতুন মিউজিক ভিডিও। দর্শকদের মনে এক অনন্য জায়গা করে নিয়েছেন অভিনেত্রী, মডেল শর্মিলা সাহা।

কেরিয়ার শুরুতে ভাইরাল নাচের ভিডিওতে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে বর্তমানে ভালো প্রজেক্টের জন্য অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী মডেল শর্মিলা সাহা। সম্প্রতি হয়ে গেল তার জন্মদিন। জন্মদিনে কালো ড্রেসে দারুন লুকে দেখা গেল পরিবারের সাথে জন্মদিন কাটাতে। বাবা ও মায়ের সাথে বাড়িতেই আনন্দের সাথে জন্মদিন কাটান অভিনেত্রী মডেল শর্মিলা সাহা। তবে কালো পোশাকে বেশ নজরকাড়া লুকে দেখা গিয়েছে তাকে।

অভিনেত্রী জানান শর্মিলা সাহা জানান “ভালো প্রজেক্টে ভালো চরিত্রে অভিনয় করতে চাই। যেখানে নিজের অভিনয় দক্ষতা দেখানোর জায়গা পাবো। যার জন্য অপেক্ষা করছি, ভালো প্রজেক্ট পেলে অবশ্যই ভালো অভিনয় আমার দর্শকদের উপহার দেবো। সাথে মডেলিং টাও করতে চাই”।