খাতায়-কলমে পুজোর ছুটি চলছে। প্রাথমিক স্কুলগুলি খুলবে চলতি মাসের ৩০ তারিখে। এই ছুটির মাঝে সময় পেলেই একটু একটু করে স্কুলের দেওয়াল রাঙিয়ে তুলছেন বেলডাঙ্গা চক্রের নওপুকুরিয়া নূতন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুখময় সাহা। ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে, পড়ুয়াদের শিক্ষার প্রতি মনোযোগী করতে তুলতে এবং স্কুলকে আরও আকর্ষণীয় করতে এই প্রচেষ্টা বলে জানিয়েছেন তিনি। স্কুলের দেওয়ালে ইতিমধ্যে তিনি এঁকেছেন ঋতু ট্রেন, কার্টুন চরিত্র দিয়ে শিক্ষা সংক্রান্ত বিষয়বস্তু, যামিনী রায়ের সৃষ্ট বিভিন্ন চিত্র ও নকশা, কম্পিউটারের বিভিন্ন অংশ, মনীষীদের ছবি এবং তাঁদের সম্পর্কে শিক্ষামূলক লেখা, ভারতের জাতীয় পশু, পাখি, গাছ, ফল ইত্যাদি। বেঞ্চে লিখেছেন ঋতু, মাস, সপ্তাহ, পরিবারের সদস্যদের পরিচিতি, কম্পিউটারের বিভিন্ন অংশের নাম। এর আগেও স্কুল চলাকালীন টিফিন বিরতি ও অবসর সময়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে তিনি মগ্ন থেকেছেন দেওয়াল অঙ্কনে এবং ফেলে দেওয়া জিনিস থেকে বিভিন্ন হাতের কাজ ও টি.এল.এম তৈরিতে। সুখময় সাহার উদ্যোগে স্কুলে শেখানো হয় ফেলে দেওয়া জিনিস কিভাবে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলা যায়। প্রসঙ্গত সম্প্রতি বেলডাঙ্গা নেতাজি পার্ক আয়োজিত আন্তঃস্কুল হস্তশিল্প প্রতিযোগিতায় নপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। এই পুরস্কার পেয়ে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী মুসকান মাহি, শামীম হোসেন, সুভানূর খাতুনরা খুব খুশি। স্কুলের প্রধান শিক্ষিকা পানপিয়ারা খাতুন বলেন ‘আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবাই স্কুল অন্তঃপ্রাণ, তাই আমরা স্কুলকে এনে দিতে পেরেছি সেরা বিদ্যালয়, শিশু মিত্র, যামিনী রায়, স্বচ্ছ বিদ্যালয় ইত্যাদি পুরস্কার। সুখময় বাবু স্কুল নিয়ে সবসময় নতুন নতুন ভাবনায় মগ্ন থাকেন, যা শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে’।
Related Posts
Spread the love06 December 2023 ICSI Centre for Corporate Governance, Research and Training (CCGRT) in Kolkata The Institute of Company Secretaries of India set up its 3rdCentre for Corporate Governance,…
Spread the love নয়া দিল্লিতে আয়োজিত গ্লোবাল বায়ো ইন্ডিয়া অনুষ্ঠানে নতুন দুটি স্টার্টআপ নিয়ে যোগ দিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ই-যুব সেন্টার। তাদের পেশ করা উদ্যোগদু’টি হল ‘অন্নপূর্ণা বায়োটেক’ এবং ‘প্রোটিনেক্সট ইন্ডিয়া…