Spread the love

শ্রীজিৎ চট্টরাজ : রবিবার সকালে পূর্ব কলকাতার কাকুরগাছি মোড়ে গৃহস্থালির বৈদ্যুতিক ও বৈদ্যুতিন পন্যের শাখা বিপণি সেলস্ এম্পোরিয়াম তাদের ষাট বছর পূর্তি উৎসব পালন করল কেক কেটে। সংস্থার অন্যতম প্রাণপুরুষ মনোজ জৈন বলেন, আজ থেকে ষাট বছর আগে ১৯৬৪ সালে হংসরাজ জৈন ও পুনম চাঁদ জৈন এই বিপণি প্রথম শুরু করেন দমদম নগেরবাজার অঞ্চলে। দীর্ঘদিনের গ্রাহক সন্তুষ্টির কারণে অল্প কিছুদিনের মধ্যে রাজ্যে শততম শাখা তৈরি হবে। এই বছর আমাদের শ্লোগান সবসে সস্তা কা ওয়াদা। প্রায় ৬০ শতাংশ ছাড় মিলবে নির্ধারিত বেশকিছু পণ্যে। থাকছে একটি পণ্য কিনলে আরেকটি নির্বাচিত পণ্য বিনামূল্যে। থাকছে নামমাত্র বিনিয়োগে কিস্তিতে কেনার সুযোগ। থাকছে বিয়ের প্রয়োজনে একগুচ্ছ নিত্য প্রয়োজনীয় বৈদ্যুতিক ও বৈদ্যুতিন পণ্য বাজার থেকে সবচেয়ে কম দামে।গ্রাহক পরিষেবায়একশ শতাংশ দায়বদ্ধতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তাই আমাদের গ্রাহকেরা তিনপুরুষ ধরে আমাদের ওপর ভরসা করেন।