নিজস্ব প্রতিনিধি : চারশা’র উপস্থাপনায় একটি স্পর্শ নামক সৃজনশীল পেইন্টিং কর্মশালা এবং প্রদর্শনীর শুভ উদ্বোধন হলো ১৪ই ডিসেম্বর (২০২৩) বৃহস্পতিবার কলকাতার আইসিসিআর নন্দলাল বোস আর্ট গ্যালারিতে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস শ্যামল কুমার সেন, প্রাক্তন রাজ্যপাল, পশ্চিমবঙ্গ সরকার, বিশিষ্ট চিত্রশিল্পী বাদল পাল, চারশার সেক্রেটারি শেহনাজ বিশ্বাস, কোঅর্ডিনেটর কুশল মুখার্জী, চিত্রশিল্পী তপন প্রামানিক এবং চিত্রশিল্পী পুলক কর্মকারসহ অন্যান্য অতিথি চিত্রশিল্পী বৃন্দ। এদিন মোট ৪১ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছিলেন এই কর্মশালায়। চারশার মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানে শিল্প ও শিল্পীদের এক জায়গায় এক ছাতার তলায় একসাথে সংঘবদ্ধ করা ও আগামী দিনে এই শিল্পকলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো। এদিন সমগ্র অনুষ্ঠানের ভাবনা ও পরিচালনা করেন চিত্রশিল্পী পুলক পাল। ছবি রাজেন বিশ্বাস
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.