মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল পৌলমী প্রকাশনী ও তাদেরই শাখা সংগঠন প্রগতি হেল্প এন্ড কেয়ার ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ। বই প্রকাশ, সাহিত্য আলোচনা, কবিতাপাঠ, গান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান, ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব, গাছের চারা বিতরণ ইত্যাদি ছিল অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ। মোড়ক উন্মোচন হয় শিক্ষক সুখময় সাহা সম্পাদিত প্রশ্নোত্তরে বিদ্যাসাগর, প্রান্তজনের কবিতা, সোনালী ক্যানভাস, শিউলি গ্রন্থগুলির। বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা পান বিজ্ঞানী অর্চনকান্তি দাস, চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, আইনজীবী আলী আহসান আলমগীর প্রমুখ। একক বই সম্মাননা পান অজিতেশ নাগ, তুষারকান্তি রায়, তুষার ভট্টাচার্য সহ আরো অনেকে। সামাজিক কাজে অনন্য অবদানের জন্য শ্যামল জানা, সৌমিত্র মন্ডল, আমিনুল ইসলামকে পুরস্কৃত করা হয়। সুদীপ্ত চক্রবর্তী, বিশ্বজিৎ দত্ত প্রমুখ শিক্ষকরা পান শিক্ষা ভূষণ সম্মাননা। বাংলাদেশ থেকে আগত কাজী নুর ও শ্যামল কুমার সরকারকে দেওয়া হয় ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা। উপস্থিত ছিলেন অধ্যাপিকা কাবেরী দাস মহাপাত্র, অবর বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা প্রমুখ। বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ অনুষ্ঠানের প্রশংসা করে সকলের প্রতি শুভেচ্ছা বার্তা দেন। চেয়ারপার্সন অনুরাধা হাজরা ব্যানার্জী জানান ‘সংস্কৃতি, সেবা ও সম্প্রীতি মেলবন্ধনে এক অনন্য অনুষ্ঠানের সাক্ষী থাকলাম’। ছবি রাজেন বিশ্বাস
Related Posts
Spread the love কলকাতা, ২৬ নভেম্বর ২০২৩: রবিবার, ২৬শে নভেম্বর ২০২৩ এ কলকাতার রাস্তাগুলি শক্তিতে সজীব ছিল, কারণ ৪০০০ জনেরও বেশি উত্সাহী অংশগ্রহণকারী জেবিজি কলকাতা ওয়ার্ল্ড ১০কে এর ৮তম সংস্করণের…
Spread the love কলকাতা, ২৬ নভেম্বর: ১২ নভেম্বর ২০২৩। ভোর ৫ টা। গোটা দেশে উৎসবের মেজাজ। একদিকে আলোর উৎসব আর অন্য দিকে ক্রিকেট ওয়ার্ল্ডকাপে দৌড়চ্ছে ভারতের অশ্বমেধের ঘোড়া। গোটা দেশের…