Spread the love

ভোটদান শুধু অধিকার নয়, দায়িত্ব-ও। বৃহস্পতিবার রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের প্রথমবারের ভোটদাতাদের উৎসাহ জোগাতে কুইজের আয়োজন করল পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টার।

সভার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাতাজি প্রব্রাজিক বেদরূপাপ্রাণা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌম্যজিৎ মহাপাত্র, চেয়ারম্যান, পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টার; সুমিত আগরওয়াল, পরামর্শদাতা, নীতি আয়োগ এবং আইকন, নির্বাচন কমিশন, উত্তর ২৪ পরগণা; ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর সমন্বয়ক ড. চৈতি মিত্র; শিক্ষা প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সবিতা চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় পড়ুয়াদের সামনে অতিথি বক্তারা তুলে ধরেন ‘বৃহত্তম গণতন্ত্র: বৃহত্তর স্বপ্ন- ভোটের মূল্যবোধ: মূল্যবোধের জন্য ভোট’-এর বিষয়টি।