Spread the love

প্রথমবারের ভোটদাতাদের উৎসাহ জোগাতে কলকাতার পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, পৈলান গ্রুপ অফ ইনস্টিটিউশন-এর পড়ুয়াদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্যজিৎ মহাপাত্র, চেয়ারম্যান, পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টার; সুমিত আগরওয়াল, আইকন, ভারতীয় নির্বাচন কমিশন এবং পরামর্শদাতা, নীতি আয়োগ; কুনাল চক্রবর্তী, রেজিস্ট্রার, পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, পৈলান গ্রুপ অফ ইনস্টিটিউশন; ড. শান্তনু দাশগুপ্ত, অধ্যক্ষ, পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও অন্যান্যরা।

সভার আলোচ্য বিষয় ‘বৃহত্তম গণতন্ত্র: বৃহত্তর স্বপ্ন- ভোটের মূল্যবোধ: মূল্যবোধের জন্য ভোট’-এর ওপর পড়ুয়াদের উদ্দেশ্যে সুচিন্তিত মতামত পোষণ করেন উপস্থিত মুখ্য অতিথিরা।