সম্প্রতি কোলকাতা প্রেস ক্লাবে বি এম ফিল্মস প্রোডাকশনের অত্যাচার ছবির পোস্টার ও ট্রেলার মুক্তি পেল । বাপুন চক্রবর্তী নিবেদিত প্রদীপ বিশ্বাস পরিচালিত এই ছবির চরিত্রলিপিতে আছেন_রিদ্ধিশ, মৌ, ময়ূখ, পূজা, সঞ্জীব সরকার, অরুণাভ দত্ত, অভীক ভট্টাচার্য, দেবাশীষ গাঙ্গুলি, হিমাদ্রী দাস, বাণী কুমার, প্রদীপ ভট্টাচার্য, মিলি সিনহা দত্ত, পিয়ালী ধর, প্রিয়া দেবনাথ লীনা, ঋক ও প্রদীপ বিশ্বাস। ছবির কাহিনী ও চিত্রনাট্য পরিচালকের। সৃজনশীল পরিচালক শ্রীকান্ত, ডি ও পি সুদীপ্ত দে, সঙ্গীত পরিচালক বিদ্রোহী ঘোষ,সম্পাদক জয়ন্ত রায় ও অসীম।পরিচালক
বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু ঘোষ, সঞ্জু মণ্ডল ও মহাদেব বিশ্বাসকে।
ছবির কাহিনী গড়ে উঠেছে একটি গ্রামের অসৎ পঞ্চায়েত প্রধানকে ঘিরে । তাঁর পথের পথিক তাঁর পুত্রও। প্রতিবাদী চরিত্র স্থানীয় শিক্ষক ।বাবার যোগ্য কন্যা তাঁর আত্মজা। ভীমপুর গ্রামের এই অপরাধ চক্রের খবর পৌঁছয় ডি এস পির কাছে।পুত্রকে ও সি হিসেবে পাঠান তিনি। হয় দুষ্টের দমণ আর শিষ্টের পালন।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.