Spread the love

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত বাংলা সঙ্গীত মেলায় স্বজন পোষণের কারনে, পশ্চিমবঙ্গের বহু শিল্পীদের কোন বৈধ কারন ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এই বঞ্চিত শিল্পীদের, পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী –র নেতৃত্বে, কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গল এর পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে “ বঙ্গ সঙ্গীত উৎসব ২০২৪ “

১. শ্রী জিতেন্দ্র তিউয়ারি, সভাপতি, কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গল
২. শ্রী প্রীতম সরকার, সাধারন সম্পাদক, কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গল
৩. শ্রী অসীম সরকার, বিধায়ক, হরিণঘাটা ও সঙ্গীত শিল্পী
৪. শ্রীমতী অঞ্জনা বসু, বিশিষ্ট অভিনেত্রী
৫. শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী
৬. শ্রী দেবজিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী
৭. শ্রীমতী সঙ্ঘমিত্রা চৌধুরী, বিশিষ্ট চিত্র পরিচালক
৮. শ্রী দিব্যেন্দু দাস বাউল, বিশিষ্ট সঙ্গীত শিল্পীপাহাড়ের ভাওইয়া থেকে সুন্দরবনের বনবিবির গান – সারা বাংলা জুড়ে, বঞ্চিত শিল্পীদের আমরা একমঞ্চে নিয়ে আসব আমরা। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক হৃত গৌরব ফিরিয়ে আনতে, আমরা বদ্ধ পরিকর।