জয় বজরঙ্গি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে বড় পর্দায় আসতে চলেছে, “ড্যানি দ্যা বস”। পরিচালক তন্ময় মন্ডল ও সুঝুক কুমার নির্দেশনায় মধুর প্রেম ও অ্যাকশন ভরপুর সিনেমা আগামী দিনে সিনেমা প্রেমিক বাঙালি মন জয় করবে। সিনেমায় মুখ্য চরিত্রের অভিনয় করছেন আকাশ নন্দী, অপর্ণা, বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা সমীর দাস (রুদ্রজিৎ), মৃত্যুন হাজরা বলিউড অভিনেতা জয় বদলানি, সুপ্রিয় দত্ত। এছাড়া একাধিক বক্স অভিনেতা-অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করছে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যের শুটিং হবে বলে পরিচালক তন্ময় মন্ডল সাংবাদিককে জানান। “ড্যানি দা বস” ২০২৪ সালে সিনেমা হলে মুক্তি পাবে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.