Spread the love

বাংলা মেতেছে দুর্গা মায়ের আরাধনায় ৷ “বরিষা জাগরনী” ক্লাবের দুর্গাপূজো এ বার ২০ তম বর্ষে পদার্পন করল। এ বছর তাঁদের পুজোর থিম নতুন প্রজন্মের শিশুদের কাছে বাংলা ভাষার গুরুত্ব বৃদ্ধি করতে রবীন্দ্র নাথের ‘ সহজ পাঠ ‘ ৷ ৩ রা অক্টোবর এই পূজোর থিমের গান রবীন্দ্র নাথের লেখা ‘সহজপাঠ ‘ লেখা থেকে গৃহীত রেকর্ডিং হল বেহালার মীরা অডিও স্টুডিওতে, সুর পঞ্চম মিউজিক অ্যাকাডেমীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই থিম গানের সুর সংযোজন করেছেন সঙ্গীত পরিচালক অতনু দাসগুপ্ত ৷ জয়ন্ত দাসের শব্দগ্রহণে এদিন রেকর্ডিং এ বাচ্চাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রমথ নাথ মুখার্জী সহ ক্লাবের অন্যান্য মহিলা সদস্যরা ৷ এবছর তাদের মন্ডপ সৃজনে ‘ কথা ‘ ৷ বেহালার বরিষায় ছোটদের ভিড় জমবে বলে আশাবাদী উদ্যোক্তারা।