Spread the love

বলিউডের জনপ্রিয় মুখ পল্লবী দেবনাথ। নানান ব্র‍্যান্ড শ্যুটে অনন্যভাবে দেখা গিয়েছে তাকে। চন্দ্রানী পার্লস, শ্যাম সুন্দর দে জুয়েলার্স থেকে ইন্ডিয়ান সিল্ক হাউস এর শ্যুটে দেখা গিয়েছে তাকে। ফ্যাশন দুনিয়ায় নিজের সুনাম অর্জন করেছেন এই মডেল অভিনেত্রী।

২০১০ সালের মিস ইন্ডিয়া ফাইনালিস্ট হয়েছিল পল্লবী দেবনাথ। ছোটো থেকে মডেলিং, অভিনয় নিয়ে বড়ো হতে চেয়েছেন। এমবিএ পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্ন অভিনয়, মডেলিং কে বড়ো করে এসেছেন। মুম্বাইয়ে নানা ফ্যাশন শো তে দেখা গিয়েছে তাকে। মিউজিক ভিডিও তে ও অভিনয় করে দর্শকদের মন কেড়েছে এই অভিনেত্রী। অভিনেত্রী, মডেল পল্লবী দেবনাথ জানান “বর্তমানে বাংলাতে বেশ কিছু ভালো কাজের কথা চলছে। খুব তাড়াতাড়ি সেগুলো শুরু হবে। ভালো চরিত্রে ভালো সিনেমাতে অভিনয় করতে চাই। চরিত্রের মধ্যে ভালো পজিটিভ দিক থাকলে সেই চরিত্র অবশ্যই করবো। পাশাপাশি বেশ কিছু বড়ো ব্র‍্যান্ডের শ্যুট প্ল্যান চলছে। আশা করছি আগামী কাজ গুলো দর্শকদের ভালো লাগবে”।