মুম্বাইয়ে প্রায়শই শোনা যায় অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের পাশাপাশি কিছু নতুন উদ্যোগের কথা, কারো হোটেল ব্যবসা কারো বা জিম, কারো হয়তো বুটিক। সেই মতই বাংলায় অভিনেত্রীদের একটা রেওয়াজ চালু হয়েছে নতুন কিছু করার। টলিউডের অভিনেত্রী পপি রায় কলকাতা দূরদর্শনের সংলগ্ন
গলফগ্রিন অঞ্চলে “পপি’স নেস্ট” নামক একটা নতুন কফি এবং ফার্স্টফুড জংশন শুরু করেলেন । এতে থাকছে কফি, যাবতীয় স্নাক্স এবং নানাবিধ ফলের রসের বাহারি পানীয়, যা চলতি মানুষদের আকর্ষণ করবেই জানালেন পপি। এছাড়া পপি তৈরী করেছেন “পপিস নেস্ট নেইল আর্ট এবং বুটিক শোরুম ।”
সূচনার লগ্নে উপস্থিত ছিলেন স্থানিয় পুরোপিতা তপন দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য সহ টলিউদের এক ঝাঁক শিল্পী। শিল্পী। এছাড়াও পপি জানালেন নিউ গড়িয়া অন্চলে “পপি’স প্রডাকশন হাউস” শীর্ষক সমকালীন আদব কায়দায় শিক্ষানবিশদের সব রকমের প্রশিক্ষণ দেবেন টালিগঞ্জের প্রতিথযশাপরিচালক,ক্যামেরাম্যান এবং এডিটররা।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.