নিজস্ব প্রতিনিধি -বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে সম্প্রতি হয়ে গেল নিত্য উৎসব ২০২৩ নামঙ্কিত একটি সংস্কৃতিক নৃত্য উৎসব। আয়োজনে ছিলেন নিমতা নৃত্যাঞ্জলি ব্যালে ট্রুপ। সংস্থার পক্ষ থেকে দুই কর্ণধার স্রী রঞ্জন কুমার দাস ও বিশিষ্ট আইনজীবী শ্রীমতি সায়নী দাস জানান

“আমাদের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ২৩ বছরে পদার্পণ করছে। ২০০০ সালে গঠিত হয়েছিল আমাদের সংস্থা।
এই বছর ১২০ জন ছাত্রছাত্রী নৃত্যানুষ্ঠানে যোগদান করেছে।” অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ঋষিকেশ মজুমদার, বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী স্বপন সেন, উত্তর দমদম ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রশান্ত দাস, অভিনেত্রী ও মডেল পারমিতা ব্যানার্জি


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.