Spread the love

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টবাদী নায়িকা হলেন শ্রীলেখা মিত্র। বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র , তার ফ্যাশনের প্রতি নিজস্বতাই সেই প্রমাণ দেয়। যার জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে এবার বর্ধমানের আয়োজিত “ফেস অফ ওয়েস্ট বেঙ্গল” সৌন্দর্য প্রতিযোগিতায় শ্রীলেখা মিত্রকে দেখা গেল নতুন ভূমিকায় । তিনি অংশগ্রহণকারীদের বোঝালেন ফ্যাশনের প্রকৃত অর্থ । শ্রীলেখা মিত্রের কথায়, ফ্যাশন প্রতিনিয়ত পাল্টায়। নিজস্ব স্টাইল বা নিজস্বতাই হল ফ্যাশন । নিজস্ব ধরনটাই বজায় রাখাই শ্রেয়। সুতরাং অন্ধের মত কারোর ফ্যাশন ফলো করার পক্ষপাতিত্ব তিনি নন । বর্ধমান হোক বা প্রত্যন্ত গ্রাম সর্বোত্ত নিজস্ব ফ্যাশন বজায় রাখার কথা বললেন শ্রীলেখা মিত্র। সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি এও জানান, এই ইন্ডাস্ট্রিতে কেউ যেমন কাউকে জায়গা করে দেয় না, তেমনি কেউ কারোর জায়গা নিতে পারে না । নতুন দের
নিজেদের প্রতিভা দিয়েই জায়গা করে নিতে হবে । বর্ধমানে আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন শ্রীলেখা মিত্র ও আয়োজক সুহীরা ব্যানার্জি। অবশেষে দুটি রাউন্ডে পুঙ্খানুপুঙ্খ বিচার করে শ্রীলেখা মিত্র বেছে নিলেন ফেস অফ ওয়েস্ট বেঙ্গলের দুজন সুন্দরীদের । নিজ হাতে তাদের বিজয়ী মুকুট পরালেন দুর্গাপুর থেকে মিসেস অর্পিতা চ্যাটার্জী ও বর্ধমানের সৃজা সাহা পোদ্দার এর মাথায়।